Monday, November 28, 2016

মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশি আটক

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার খবরে বলা হয়েছে, গত রোববার পোর্ট ডিকসনের জিমাহ এলাকায় ওই অভিযান চালানো হয়।
নেগেরি সেম্বাইলান রাজ‌্য ইমিগ্রেশন পুলিশের পরিচালক হাপজান হুসাইনি জানিয়েছেন, আটক সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ‌্যে।
তাদের মধ‌্যে ৭৬৭ জন বাংলাদেশ, ৮০ জন পাকিস্তান, ৫০ জন ভারত, ২২ জন ইন্দোনেশিয়া, ১৩ জন শ্রীলঙ্কা, তিনজন মিয়ানমার ও একজন নেপালের নাগরিক বলে বারনামার তথ‌্য।
তাদের বিরুদ্ধে জাল ভিসা ব‌্যবহার, বৈধ কাগজপত্র ছাড়া বা মেয়াদপূর্তির পরও মালয়েশিয়ায় অবস্থানসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বড় বাজার। বর্তমানে বিভিন্ন পেশায় প্রায় ছয় লাখ বাংলাদেশি সেখানে রয়েছেন। তবে আরও বহু বাংলাদেশি অবৈধভাবে সেখানে পাম বাগান, নির্মাণসহ বিভিন্ন খাতে স্বল্প মজুরিতে কাজ করছেন বা দালালের খপ্পরে পড়ে শ্রম দিতে বাধ‌্য হচ্ছেন।   

No comments:

Post a Comment